পেকুয়া ইউপি নির্বাচন

বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনকে জরিমানা

8546শাখাওয়াত হোছাইন, পেকুয়া

পেকুয়ায় সাত প্রার্থীর বিরুদ্ধে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ইউপি নির্বাচনে আচরন বিধি ভঙ্গ করে দেয়ালে পোষ্টার সাঁটানোর অভিযোগে এসব প্রার্থীকে নগদ ১২হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। গতকাল ১৬মার্চ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মারুফুর রশিদ খান প্রার্থীদের বিরুদ্ধে এ অর্থ দন্ড প্রদান করেন। প্রার্থীদের মধ্যে পেকুয়া সদর ইউপিতে বিএনপি’র মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এম.বাহাদুর শাহও রয়েছেন। তাকে ৫হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। এদের মধ্যে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের দায়ে পেকুয়া সদর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও পশ্চিম জোন বিএনপি’র সভাপতি শাহনেওয়াজ আজাদকে ১হাজার টাকা, ইউনিয়ন সৈনিকলীগ সম্পাদক দিদারুল করিমকে ১হাজার টাকা, ওয়ার্ড আ.লীগের সম্পাদক মো.কাইছার উদ্দিনকে ১হাজার টাকা, ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির নেতা সাজ্জাদুল ইসলামকে ১হাজার টাকা, ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও ছাত্রদল নেতা মো.মানিককে ২হাজার টাকা এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌসকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মারুফুর রশিদ খান বলেন, নির্বাচনী আচরন বিধি ২৩ এর খ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরন বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত খাকবে বলেও তিনি জানান।


শেয়ার করুন