মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য আশ্রয় নিল

বিশেষ প্রতিনিধি:

উখিয়ার পাশের উপজেলা নাইক্ষ্যংছড়ি সীমান্ত পথ দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে আরো ৪৬ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হেফাজতে রাখা হয়েছে।

বুধবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চলমান সংঘাতময় পরিস্থিতিতে আরাকান আর্মির তাড়া খেয়ে এসব বিজিপি সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ নিয়ে গত এক মাসে সদর ইউনিয়নের সীমান্ত দিয়ে মোট ২৬০ জন পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সর্বশেষ গত তিন দিনে মিয়ানমারের ৮০ জন সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মো: শরিফুল ইসলাম জানান, ‘নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মঙ্গলবার রাতে নতুন করে আরো ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরো ৩৩০ জন। যাদের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।’


শেয়ার করুন