রামুতে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

তথ্য প্রযুক্তির অপব্যবহার সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে

downloadসোয়েব সাঈদ, রামু
ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মূফতি আবুল কাসেম নোমানী বলেছেন, কবিরাহ গুনাহ ত্যাগ করা ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। আজ নৈতিক অবক্ষয় এমন চরম আকার ধারন করেছে যার ফলে কবিরাহ গুনাহে লিপ্ত হওয়াটাকে অপরাধ বলেও মনে না করার দুঃখজনক প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। এমন কবিরাহ গুনাহের মধ্যে অন্যতম হলো ছবি উঠানো। এখন তথ্য প্রযুক্তির অপব্যবহার করে কবিরাহ গুনাহ সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে। যাবতীয় কবিরাহ গুনাহসমূহ ত্যাগ করার মধ্যদিয়ে পরিশুদ্ধ সমাজ গঠন সম্ভব। কক্সবাজারের ৩১তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রধান মেহমান এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) রামু কলেজ মাঠে আয়োজিত দুই দিন ব্যাপী এ বিশাল সম্মেলনে প্রথম দিনে বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন, সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসেত খান, ঢাকার আল্লামা খোরশেদ আলম কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা কাজী আখতার হোছাইন। সম্মেলনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, জামেয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর সদরে মুহতামিম মাওলানা মূখতার আহমদ, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাসান, কক্সবাজার রহমানিয়া মাদরাসার মাওলানা নাজের হোছাইন, মহেশখালী মাতারবাড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার মাওলানা হাফেজ ইউসুফ।
কক্সবাজার লালদিঘী জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আতা উল্লাহ ও সম্মেলন বাস্তায়ন কমিটির প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় সম্মেলনে আরো তাকরির পেশ করেন, পোকখালী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাঈদ, মাওলানা ইমাম জাফর আলম, চকরিয়ার মাওলানা সরওয়ার আলম কুতুবী।
সম্মেলনে বিশিষ্ট আলেম ওলামা সহ হাজারো ইসলামপ্রিয় জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) মহাসম্মেলনের সমাপনী দিবসে গুরুত্বপূর্ণ তাকরির করবেন ইসলামী সম্মেলন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (ইত্তেহাদুল মাদারিস) এর সেক্রেটারী জেনারেল আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, সম্মেলন সংস্থার সেক্রেটারী জেনারেল ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসেত খান, আল্লামা জুনাইদ আল হাবীব প্রমুখ।

তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে– বেগম নীলুফার আহমেদ

 Cox-Digital-Meসিটিএন:

সরকারের ডিজিটাল কনসেপ্টে দেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে সারাদেশে ৫৩০০ ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ৮৫০০ পোস্ট অফিসকে সে-সেন্টারে রুপান্তরিত করা হয়েছে। ‘ভিশন ২০২১’ পরিকল্পনাতে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।’ ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরী মাঠে) তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ বেগম নীলুফার আহমেদ এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার এ সময়ে ডিজিটালের অপব্যবহার হচ্ছে। পেসবুকে অপপ্রচার বেড়ে গেছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা ডিজিটালের সুবাদে অনেক কিছু পেয়েছেন। বিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করেছেন। এখন দেশকে এগিয়ে নেয়ার কথা ভাবুন।’

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে মেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় স্মারকগ্রন্থ ‘ডিজিটাল উদ্ভাবনী বার্তা-২০১৫’ এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি এড. একে আহমদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহ হাবীবুর রহমান ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আহসান কবীরসহ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন