গর্জনিয়ায় চুরির অপবাদে মারধরে যুবককের মৃত্যু

unnamedহাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
রামুর গর্জনিয়া ইউনিয়নের টাইমবাজার এলাকায় চুরির মিথ্যা অপবাদে যুবককে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার ২৪ ঘন্টা পর ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুত্বর আহত ওই যুবক মৃত্যুবরণ করেছে। এ নিয়ে তোলপাড় চলছে পুরো ইউনিয়নে। নিহত যুবকের নাম সোলতান আহমদ (৩০)। সে রাজঘাট গ্রামের বাসিন্দা ছৈয়দ করিমের মেয়ে জামাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চুরির মিথ্যা অপবাদ তুলে মঙ্গলবার বিকেলে স্থানীয় বক্তার আহমদের বাড়ির উঠান থেকে সোলতান আহমদকে ধরে নিয়ে গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন এলাকায় টাইমবাজার গ্রামের মৃত ছেহের আলীর ছেলে নুরুল আজিম ও মোহাম্মদ বাবুলের ছেলে হারুন-উর-রশিদসহ কয়েক যুবক তার ওপর এলোপাতাড়ি হামলা করে। হামলার সময় স্থানীয় অনেকে উপস্থিত থাকলেও সোলতানকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এসময় সে গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
সরেজমিনে সোলতান আহমদের বাড়িতে গেলে তার স্ত্রী দিলদার বেগম এ প্রতিবেদককে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘নুরুল আজিমসহ অন্যান্যরা কেন আমার স্বামীকে পেটাল তা বুঝতে পারছি না। এ হামলায় তার তিনটি দাঁত ভেঙেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর থেকেই আমার স্বামী অনেকবার বমি করেছে। উঠে দাঁড়াতে পারছিল না। বুধবার সকালে তার অনুরোধে গোসল করিয়েছিলাম। অল্প ভাতও খেয়েছে। কিন্তু তা পেটে ঢুকেনি। শোয়া অবস্থায় বিকেলে সবার কাছ থেকে ক্ষমা চেয়েছে। অবস্থা আশঙ্কাজনক অনুভব করায় পরিবারে চরমভাবে আর্থিক দৈন্যদশা থাকলেও সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এসময় সে মারা যায়।,
বক্তার আহমদের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ১আমার বাড়ির উঠান থেকে চুরির অপবাদ তুলে প্রথমে নুরুল আজিম সোলতানকে ধরে নিয়ে যায়। কিছুদূর নিয়ে গিয়ে তার ওপর হামলার ঘটনা ঘটে। যা সবাই দেখেছে।’
জানতে চাইলে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে পুলিশ অবশ্যই প্রয়োজনিয় ব্যবস্থা নিবেন।’


শেয়ার করুন