সমুদ্রে নিহত জেলেদের পরিবারকে আর্থিক সহায়তা

dof,  picবার্তা পরিবেশক :

কক্সবাজারে সমুদ্রে মৎস্য আহরনকালে নিহত জেলেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মৎস্য অধিদপ্তর। (৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কক্সবাজার মৎস্য ভবনস্থ জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার নিহত ৭ জেলের প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হারুন ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক অমিতোষ সেন ক্ষতিগ্রস্থ জেলেদের পরিবার-পরিজনের হাতে চেক তুলে দেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কর্মকর্তারা জানান, চলতি বছর সমুদ্রে মৎস্য আহরণকালে নিহত সারাদেশের সাড়ে তিনশত জেলে পরিবারকে মৎস্য অধিদপ্তরাধীন জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সহায়তা প্রাপ্ত কক্সবাজার জেলার ৯টি জেলে পরিবারের মধ্যে সদর উপজেলায় ৭টি ও চকরিয়া উপজেলার ২টি জেলে পরিবার রয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) কার্য্যালয়ের ক্ষেত্র সহকারী মোঃ হামিদুল হক, অফিস সহকারী মোঃ ছালেক, মঞ্জুর ও আবুল কালামসহ মৎস্য অধিদপ্তরীয় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন