উখিয়ায় ভুর্তুকি বঞ্চিত কৃষক সমাবেশ

uaqggrewসংবাদ বিজ্ঞপ্তি :

খাদ্য মন্ত্রণালয়ের অধীনে প্রকৃত কৃষকদের কাছ থেকে ৩১ টাকা করে চাল সংগ্রহ কর্মসূচীতে অনিয়ম, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ এনে উখিয়ায় কৃষকেরা সমাবেশ করেছে গতকাল ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় উখিয়া ষ্টেশন চত্তরে। বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন সুলতান মাহমুদ চৌধুরী।

এ বিশাল কৃষক সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাশহীদ চৌধুরী ছোটন, হলদিয়া কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধরণ সম্পাদক জালাল উদ্দিন, রাজাপালং কৃষকলীগের সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিন, সাধরণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, পালংখালী কৃষকলীগ সাধারণ সম্পাদক খলিল আহমেদ, জালিয়াপালং কৃষকলীগের সাধারণ সম্পাদক জানে আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, পালংখালী কৃষকলীগের সভাপতি জামাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা সম্পাদিকা খুরশিদা বেগম, ছৈয়দ আলম, জাফর আলম, ফরিদ আলম, কামাল উদ্দিন, আব্দুল করিম, বেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা কক্সবাজার জেলায় কেজি প্রতি ৩১ টাকায় তৃণমূলের চাষীদের কাছ থেকে চাউল ক্রয় করার বিধি বিধান লঙ্ঘন করে পুকুর চুরি করে স্থানীয় কৃষকদের ন্যায্য অধিকার বঞ্চিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ প্রেরণ করেন।

সংবাদ প্রেরক


শেয়ার করুন