ঈদগাঁওতে

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক‘র সংবর্ধনা

7f580647-cfc4-4a14-8fe5-bf4aa0de99acনিজস্ব প্রতিনিধি

জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানকে ফুলেল ভালোবাসায় সিক্ত করলেন বৃহত্তর ঈদগাঁও’র আপামর জনতা। ১৭ ফেব্রুয়ারী বুধবার ঐতিহাসিক ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর ঈদগাঁও’র নাগরিক কমিটি তাদের এ সংবর্ধনা প্রদান করে। জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাকের সভাপতিত্বে এবং সংবর্ধনা প্রদান কমিটির সদস্য সচিব লেঃ কর্ণেল ( অবঃ) ফোরকান আহমদ, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু ও সাবেক সদর উপজেলা আ’লীগ সাংগঠণিক সম্পাদক আবদুল কুদ্দুছ মাখনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন ক্বারী নুরুল আলম এবং গীতা পাঠ করেন শ্রীমতি পূর্ণাম পাল। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহবায়ক ও সদর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার মোজাম্মেল হক ফরাজী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের গণমুখী উন্নয়ন কর্মকান্ড সর্ম্পকে জনগণকে অবহিত করার জন্য উপস্থিত আ’লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এছাড়া কক্সবাজারকে বিশ্বের একটি অন্যতম সৌন্দর্য্যমন্ডিত পর্যটন নগরীতে পরিণত করতে সরকার কক্সবাজারকে উন্নয়নের মহাসড়কের সাথে সংযুক্ত করেছে বলেও তিনি দাবী করেন। সংবর্ধিত অতিথি এডঃ সিরাজুল মোস্তফা তার বক্তব্যে তৃণমুল পর্যায়ে আ’লীগকে সুসংগঠিত করার জন্য আন্তরিকভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন এবং আগামী পৌর ও ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি সাধারণ জনগনসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। সংবর্ধিত অপর অতিথি জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান তার বক্তব্যে ঈদগাঁওকে উপজেলায় উন্নীতকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানানো হবে বলে জানান। এছাড়া ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরন, ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপন ও বাস টার্মিনাল থেকে শহরে যেতে ঈদগাঁও’র মানুষের দুদর্শা লাঘবে আন্তরিক প্রচেষ্টা চালাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ (সিআইপি), কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক রেজাউল করিম, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, এডঃ রনজিত দাশ, সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মনিরুল আলম চৌধুরী, জেলা আ’লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জেলা সৈনিকলীগ সভাপতি তৈয়ব উল্লাহ মাতবর, সদর উপজেলা কৃষকলীগ সভাপতি ছাব্বির আহমদ, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও সাংগঠণিক উপজেলা ছাত্রলীগ সভাপতি নওশাদ মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাতীয় শ্রমিকলীগ ঈদগাঁও সাংগঠণিক উপজেলা শাখার সভাপতি আমজাদ হেসেন ছোটন রাজা। বক্তব্য রাখেন, সংবর্ধনা প্রদান কমিটির যুগ্ন আহবায়ক মাস্টার নুরুল আজিম, যুগ্ন আহবায়ক মনজুরুল হক চৌধুরী, যুগ্ন সদস্য সচিব ডাঃ সাইফুদ্দীন ফরাজী, সদর উপজেলা আ’লীগ নেতা মুহিদুল্লাহ মুহিদ,জেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক অধ্যাপক আবদুর রহিম, জেলা তাঁতীলীগ নেতা তাজউদ্দিন সিকদার তাজমহল এবং খুরুস্কুল আ’লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসটিএম রাজা মিয়া, রামু উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনচারী, মহিলা আ’লীগ নেত্রী হামিদা তাহের, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা মহিলা আ’লীগ নেত্রী বাপ্পীসহ আ’লীগ ও সহযোগী সংগঠণসমুহের হাজার হাজার নেতাকর্মী। সভা শুরুর আগে বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে আ’লীগ ও সহযোগী সংগঠণ সমুহের নেতাকর্মীদের নেতৃত্বে সর্বস্তরের জনগণ সংবর্ধনা সভায় যোগ দেন। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। মুহুর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে নেতাকর্মীদের পোস্টার, ব্যানার ও তোরণে ছেয়ে যায় সভাস্থল ও বাজারের বিভিন্ন অলিগলি। নেতাকর্মীরা স্ব-উদ্যোগে নির্মাণ করেছেন প্রায় দু’শতাধিক তোরণ। সংবর্ধিত অতিথিবৃন্দ সভাস্থলে এসে পৌঁছালে উচ্ছ্বসিত জনতা মুর্হু মুর্হু করতালির মাধ্যমে অতিথিদের উঞ্চ অভিনন্দন জানায় এবং এসময় জনতার প্রাণফাটা শ্লোগানে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যায়ের মাঠ প্রকম্পিত হয়ে উঠে। সাম্প্রতিক সময়ে এধরনের বড়সড় রাজনৈতিক আয়োজন ঈদগাঁওতে এটাই প্রথম বলে দাবী আয়োজক কতৃপক্ষের। আলোচনা অনুষ্টান চলাকালে আ’লীগ ও সহযোগীসংগঠণসমুহের নেতাকর্মী, শুভাকাংখী, চেয়ারম্যান ও এলাকার বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বিপুলভাবে সংবর্ধিত করা হয়।

 


শেয়ার করুন