স্বপ্নের সেন্টমার্টিন: ধারাবাহিক প্রতিবেদন পড়ুন সিটিএন-এ

সেন্টমার্টিন-4 (1) copyসিটিএন প্রতিবেদন:
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দেশের সর্ব দক্ষিণে অবস্থিত নয়নাভিরাম এই দ্বীপটি ‘স্বপ্নের দ্বীপ’ নামে খ্যাত। ২৫০ বছর আগে আবিষ্কৃত ৮ বর্গ কিলোমিটার এই দ্বীপে প্রতি বছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন। ঢেউ তোলা জীবন্ত পাথুরে সৈকত, চোখ জুড়ানো নারিকেল বীথি, খেয়াবন, জীবন্ত মাছের বারবি-কিউ, পালতোলা নৌকাসহ হরেক প্রাণজুড়ানো পর্যটনের নৈসর্গিক উপসঙ্গ একাকার এই দ্বীপে। সাথে আছে ছেঁড়াদিয়া দ্বীপ! মানুব বসতিহীন খেয়াবনের ওই দ্বীপে প্রতিদিন মানুষের ঢল নামে। সব মিলিয়ে প্রাণজুড়িয়ে দেয়া যুগলবন্দী সেন্টমার্টিন আর ছেঁড়াদিয়া দ্বীপ। সম্প্রতি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) কক্সবাজার শাখা ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের জনা পঞ্চাশয়েক তারুণ্যেদীপ্ত গণমাধ্যম কর্মী ঘুরে এসেছেন সেন্টমার্টিন ও ছেঁড়াদিয়া দ্বীপ। তাদের সঙ্গী হয়েছিলেন কক্সবাজারের ব্যতিক্রমধর্মী শীর্ষ নিউজপোর্টাল কক্সবাজার টাইমস্ (সিটিএন) এর চীফ রিপোর্টার তরুণ সংবাদকর্মী শাহেদ ইমরান মিজান। তিনি ভ্রমণদলের সঙ্গী হয়েছিলেন বটে সাথে রেখেছিলেন ‘সংবাদচোখ’। যে চোখে অবলোকন করেছেন ‘স্বপ্নের দ্বীপ’র নানা অনুসঙ্গ। সেই সব অনুসঙ্গকে সঙ্গী করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও ছেঁড়াদিয়াকে নিয়ে তিনি লিখবেন ধারাবাহিক প্রতিবেদন। সিটিএন সেই প্রতিবেদনকে বিছিয়ে দেবেন আমাদের লাখো পাঠকের অন্দরমহলে। সেই সুপাঠ্য প্রতিবেদন পড়তে চোখ রাখুন সিটিএন-এ।


শেয়ার করুন