পরষ্পরবিরোধী অভিযোগ

সড়ক দূর্ঘটনায় রোহিঙ্গা যুবক নিহত

download (2)শফিক আজাদ, স্টাফ রিপোর্টার :

উখিয়ার কুতুপালং বাজারস্থ আমতলী নামক স্থানে গত সোমবার রাত ১০টায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত নুরুল হাকিম (২৩) ২ ডিসেম্বর বুধবার রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে কুতুপালং শরণার্থী শিবিরের বি ব্লকের ৪২ নং শেডের এম আর সি ৫২৪০১ নং এর বাসিন্দা ও নুরুল আলমের ছেলে। এ ঘটনা নিয়ে পরষ্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। উখিয়া সহকারী পুলিশ সুপার  বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সাবেক ইউ,পি, সদস্য বখতেয়ার আহমদ জানান, গত সোমবার রাত ১০টার দিকে রোহিঙ্গা যুবক রহিম ও লিয়াকত আলীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় লিয়াকত আলীর পক্ষালম্বন করে নুরুল হাকিম হামলার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ঘটনার সমাধান দিতে স্থানীয় ব্যবসায়ী নুরুল কবির ভুট্টো উভয়পক্ষকে মারধরের চেষ্টা করলে রোহিঙ্গা যুবক নুরুল হাকিম পালাতে গিয়ে দ্রুতগামী সিএনজির ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

পরে আহত অবস্থায় তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক ভেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় নিহতের পিতা নুরুল আলম বাদী হয়ে আবদুর রহিম ও নুরুল কবির ভুট্টোকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া সহকারী পুলিশ সুপার আবদুল মালেক মিয়া জানান, আসামী নুরুল কবির ভুট্টো ধাক্কা দেওয়ার কারণে নুরুল হাকিম নিহত হওয়ার ঘটনাটি সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে।


শেয়ার করুন