‘একই প্রশ্ন বারবার করলে আহত হই’

6415_prothom_pataফেসবুক কবে নাগাদ খুলে দেওয়া হবে এমন এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘একই প্রশ্ন বারবার করলে আমি আহত হই।’ তিনি আগের মতোই বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে খুলে দেয়া হবে।

ফেসবুক পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ বন্ধ করতে হলে ইন্টারনেট শাটডাউন করতে হবে। সেটা আমরা করতে চাই না।’

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘আমি জনগণের প্রতিনিধিত্ব করি। যারা আইন মানছেন না তাদের প্রতিনিধিত্ব করি না। আপনারা তাদেরকেই প্রশ্ন করুন।’

এ সময় বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীদের প্রয়োজন হলে ধরা হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পন্থায় গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে, মন্ত্রিসভার সদস্যও ব্যবহার করছেন, তাহলে সাধারণ মানুষ কেন নয় জানতে চাইলে সচিব বলেন, ‘গোয়েন্দা সংস্থা বিকল্প পথে ব্যবহার করছে না, গোয়েন্দাগিরি করছে।’

তিনি বলেন, ‘বিকল্প পন্থায় যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকে গোয়েন্দা সংস্থার নজরদারির মুখে আছেন। আমরা সবাইকে ধরছি না, যাকে ধরার তাকেই ধরছি।’

গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবারসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন।


শেয়ার করুন