৭৫ শতাংশ সিম অবৈধ

2015_09_22_13_53_43_cC3KVsCjnl6WPTxkoPHInEBRRaXSvm_originalসিটিএন  ডেস্ক :

দেশে ৭৫ শতাংশ সিম অবৈধভাবে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন এক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম নিবন্ধনের তথ্য পাওয়া গেছে ৷

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে টেলিফোন অপারেটরদের সঙ্গে সভার আগে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তারানা হালিম বলেন, সিম নিবন্ধনের গতকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য আশাব্যঞ্জক নয়। একটি জাতীয়পত্রের বিপরীতে ১১ হাজার ৭২৮টি সিম নিবন্ধন হয়েছে বলে জানা গেছে ৷ এগুলো সবই অবৈধ।

অবৈধ সিমের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আমরা সবাইকে একটি নিয়মের আওতায় আনতে
চেষ্টা করছি।

এ সময় মোবাইল অপারেটর প্রতিনিধিরা ছাড়াও এনআইডি প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।


শেয়ার করুন