৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে

116696_1

জনপ্রতিনিধিদের সহযোগিতায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশের শ্রমবাজার দখল করে আছে বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মন্ত্রী বলেন, ‘আমাদের শ্রমবাজার দখল করে বসে আছে রোহিঙ্গারা। অন্তত ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে কাজ করছে। এদেশের পাসপোর্টধারী হওয়ায় তারা সেখানে কোন অপকর্ম করলে তার দায় পড়ছে আমাদের দেশের ওপর।’

বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

রোহিঙ্গাদের পাসপোর্টপ্রাপ্তির জন্য জনপ্রতিনিধিদের দোষারোপ করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘এসব রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছি তো আমরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরাইতো দুই হাজার, পাঁচ হাজার, দশ হাজার টাকার জন্য পাসপোর্ট ফরমে স্বাক্ষর করে বসেন। এসব ব্যাপারে আমাদের আরো দায়িত্ববান ও সচেতন হতে হবে।’

মন্ত্রীর দাবি, ‘রোহিঙ্গাদের স্বভাবটাই হচ্ছে উগ্র। তারা যে কোনো জায়গায় গিয়ে ঝগড়া-ফ্যাসাদে জড়িয়ে পড়ে। আর বিদেশ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়ায় তাদের কুকর্মের দায়টা আমাদের ঘাড়ে এসে পড়ে। বাংলাদেশিদের জন্য নির্ধারিত শ্রম বাজারটিই তারা দখল করছে।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকের বিপুল চাহিদা রয়েছে। আমাদের কাছ থেকে শ্রমিক নেয়া ছাড়া তাদের বিকল্প নেই। কিন্তু এরপরও মানুষ সরকারি ডাটা ব্যাংকে এন্ট্রি না করে সাগরপথে ঝুঁকি নিয়ে কেন সেখানে যেতে চায়?’

মন্ত্রী বলেন, এই ধরণের মানবপাচার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। মাত্র ৬০ হাজার টাকায় সরকারের মাধ্যমে নির্বাচিত শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবে।

বিদেশে সংকুচিত শ্রমবাজার নিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশে দক্ষ ও আধাদক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। তবে এদেশের বেশিরভাগই শ্রমিক অদক্ষ। সেজন্য আমরা সরকারি উদ্যোগে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। এখন থেকে ট্রেনিংয়ের মাধ্যমে বিদেশে পাঠানো হবে। দেশের প্রতিটি উপজেলায় ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে।’


শেয়ার করুন