জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিলে দাবী

২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করলে আন্দোলন

Sromic IFTAR- PICসংবাদ বিজ্ঞপ্তি:

আগামী ২৫ রমজানের মধ্যে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেছেন শ্রমিক নেতারা। ১০ জুলাই শুক্রবার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিলে বক্তারা এ হুশিয়ারী দেন।

তারা বলেন, শ্রমিকদের কষ্টার্জিত টাকায় মালিকরা অট্টালিকা গড়বে; আর শ্রমিকদের পাওয়ানা যথাযথ পরিশোধ করবেনা, তা মেনে নেয়া হবেনা। আগামী ২৫ রোজার মধ্যে সকল শ্রমিকের পাওয়ান পরিশোধ করুন। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তুলা হবে। কোন মালিককে রেহায় দেয়া হবেনা। এ সময় বক্তারা শ্রমিক বান্ধব কিছু ভাল মালিকদের দৃষ্টান্তও তুলে ধরেন।

শহরের হোটেল মোটেল জোন এলাকার হানিমুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে শ্রমিক নেতারা বলেন, মালিকরা পকেট ভর্তি টাকা নিয়ে ঈদের জামা কাপড় কিনবে আর শ্রমিকরা বেতনও পাবেনা তা মেনে নেয়া হবেনা। সময় মতো শ্রমিকদের সকল পাওয়া পরিশোধ না করলে আন্দোলন কাকে বলে তা মলিকদের দেখিয়ে দেয়া হবে।

জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. গোলাম ফারুক খান কায়সার, সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, প্যাথলজি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন।

জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুন্নবীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মো. এখলাছ, সহ-প্রচার সম্পাদক মু. নুরুল আলম, পেট্টোল পাম্প শ্রমিক ইউনিয়নের সভাপতি জাফর আলম সাদেক, আবাসিক হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি হাসান তালুকদার, হোটেল শ্রমিকলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান নুর, ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন সহ- সভাপতি আবুল হোসেন, লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আলম, শ্রমিক নেতা শাহ আলম, মু. জাহাঙ্গীর, তাজুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন