উখিয়ায় 

১ কোটি ১৬লাখ টাকার সড়ক নির্মাণের কাজ উদ্ভোধন করলেন- এমপি বদি

f2769e14-abc4-4373-86ee-ed1f8f97d187শফিক আজাদ, স্টাফ রিপোর্টার :

উখিয়ায় এক কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে আঞ্চলিক সড়ক নির্মাণের প্রক্রিয়ার কাজ আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। তিন প্যাকেজে বিভক্ত এ সড়কগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে সীমান্তের আমতলী বিজিবি ক্যাম্প থেকে কোর্টবাজার, ডিগলিয়া, চাকবৈঠা সড়ক হয়ে উখিয়া সদরের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। উখিয়া সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আছাড়বনিয়া, বেতবুনিয়া, আমতলী, গর্জবনিয়া, জারাইলতলী, ডেইলপাড়া, চাকবৈঠা, ভালুকিয়া, ফাত্রাঝিরি সহ ১৮টি গ্রামের উৎপাদিত পণ্য, সামগ্রী বাজারজাতকরণ সম্ভব হবে। পাশাপাশি এসব এলাকার আর্থসামাজিক উন্নয়ন সহ অর্থকরী ফসলের ব্যাপক সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের অভিমত। গতকাল বুধবার দুপুরে সংসদ সদস্য আবদুর রহমান বদি ডিগলিয়া-চাকবৈঠা এইচবিবি সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্থর স্থাপন করতে গিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলম ফকির, সহ-সভাপতি হোছন আলী মেম্বার এবং সাধারণ সম্পাদক শামসুল আলম হেডম্যানের দাবীর প্রেক্ষিতে ডিগলিয়া, চাকবৈঠা থেকে করইবনিয়া, আমতলী পর্যন্ত ৩ কিঃ মিঃ কার্পেটিং সড়ক নির্মাণের আশ্বস্থ করেন। তিনি বলেন, এসব এলাকার শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য প্রভৃতির উন্নয়নের স্বার্থে পূর্বাঞ্চলীয় জনপদের সবকটি গ্রামীণ সড়ক পর্যায়ক্রমে কার্পেটিং এর আওতায় আনা হবে।
এ সময় সংসদ সদস্যের সাথে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, ঠিকাদার খাইরুল আলম চৌধুরী, এম.এ. মোকতার, উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, ওলামালীগের সভাপতি সোহেল, সাবেক ইউ,পি, সদস্য আলী আহমদ। পরে সংসদ সদস্য ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বনভোজনের জন্য ১ লক্ষ টাকা অনুদানের আশ্বস্থ করেন। সংসদ সদস্য উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সীমিতভাবে আয়োজিত বনভোজন করার জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামীতে বৃহত্তর আয়োজনের কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকদের অংশগ্রহণের ভিত্তিতে পূণরায় বনভোজনের আয়োজন করার জন্য কলেজ অধ্যক্ষ ফজলুল করিমকে নির্দেশ দেন। এর আগে সংসদ সদস্য হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় সড়ক নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।


শেয়ার করুন