১৪০ জন নিয়ে সৌদিয়া গেলেন কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস পরিচালক তোফাইল

2015-08-22-0003বার্তা পরিবেশক:
১৪০ জন হজ্ব যাত্রী নিয়ে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদিয়া গমন করেছেন কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস ব্যবস্থাপনা পরিচালক তোফাইল উদ্দীন চৌধুরী। শনিবার সকাল ৬টায় ২০ এসজি-৫৬০২ এয়ারলাইন্স যোগে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
জানা গেছে, বাংলাদেশের অন্যতম হজ্ব কাফেলা কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস এর আওতাধীন কক্সবাজার হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় চলতি মৌসুমে মোট ২১৬ জন হজ্ব যাত্রী সৌদিয়া যাচ্ছে। এর মধ্যে প্রথম দফায় ১৪০ জন রওয়ানা দিয়েছেন। এসব হজ্ব যাত্রীদের মধ্যে রয়েছেন, স্বস্ত্রীক কক্সবাজার প্রখ্যাত দন্ত চিকিৎসক ডাঃ মোঃ বশির আহমদ, ডাঃ নুরুল আলম, ডাঃ একেএম ইদরিছ, প্রিমিয়াম ব্যাংকের ম্যানেজার মোঃ এহেছান ও খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ওবাইদুল রহিম প্রমুখ। এছাড়াও সারা বাংলাদেশের হজ্ব যাত্রী রয়েছে।
কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস পরিচালক তোফাইল উদ্দীন চৌধুরী সব হজ্বযাত্রীকে সাথে নিয়ে যথাযথভাবে হজ্বব্রত পালন শেষে সুষ্ঠুভাবে দেশে ফিরে আসার জন্য মহান আল্লার কাছে কৃপা ও দেশবাসীর দোয়া চেয়েছেন।


শেয়ার করুন