১০ লাখ বছরের পুরনো জীবাশ্ম আবিষ্কার করল মার্কিন বালক

আন্তর্জাতিক ডেস্ক :

ওয়াশিংটন: জুড স্পার্কস নামের ১০ বছর বয়সী এক বালক তার পিতামাতার সাথে ভ্রমণ করতে যান নিউ মেক্সিকোর লাস ক্রুসেস মরুভূমিতে। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ সে ১০ লাখ বছরের পুরনো হাতির মতো প্রাণীর জীবাশ্মর খুলির ভেতরে পড়ে যান।

এরপর সে তার পিতামাতাকে বিষয়টি অবগত করেন।

জুড স্পার্কসের বাবা নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক, জীববিজ্ঞানী পিটার হুডিকে এ জীবাশ্ম আবিষ্কারের কথাটি জানান।

পরবর্তীতে জীববিজ্ঞানী পিটার হুডি জীবাশ্ম উদ্ধার করার জন্য দ্রুত লাস ক্রুসেস মরুভূমিতে গমন করেন এবং বিরল জীবাশ্ম খুঁজে পেয়ে খুবই আনন্দিত হন।

কিন্তু উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়, কারণ যে জমিতে জীবাশ্মটি ছিল সেটি ছিল ব্যক্তি মালিকানাধীন। তাই জমির মালিকের কাছ থেতে অনুমতি পেতে মাসখানেক সময় লেগেছিল।

অনুমতি পাওয়ার পর জীববিজ্ঞানী পিটার হুডির ছাত্রছাত্রীরা জীবাশ্ম উদ্ধার করার কাজে নিজেদের নিয়োজিত করেন। ছাত্রছাত্রীরা অতি সাবধানতার সাথে ধীরে ধীরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন যাতে কঙ্কালটি ক্ষতিগ্রস্ত না হয়।

জুড স্পার্কস পরিবারও এ উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে।

অবশেষে সকলের সম্মলিত প্রচেষ্টায় তারা জীবাশ্ম উদ্ধার করতে সক্ষম হন। এ কাজটি সম্পন্ন করতে তাদের প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়।

সিবিএস নিউজ অবলম্বনে


শেয়ার করুন