হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

হ্নীলা একাডেমীকে হারিয়েছে উপজেলা নবজাগরণ সংসদ

football
হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ :       
টেকনাফের হ্নীলায় আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’১৬ এর প্রথম রাউন্ডের ৮ম দিনের খেলায় হ্নীলা ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদ।
২৩ জানুয়ারী শনিবার বিকাল ৪টা ১১ মিনিটে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৮ম খেলায় হ্নীলা ফুটবল একাডেমী ও টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমর্ধ্বের উভয়দল আক্রমন পাল্টা আক্রমন করে কোন গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধ্বে ৯ মিনিটে টেকনাফ উপজেলা নবজাগরণ ফুটবল একাদশের ১২ নম্বার জার্সিধারী খেলোয়াড় শাহ আলমের দূর্দান্ত শটে হ্নীলা ফুটবল একাডেমীর জালে বল ঢুকিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধ্বের ১৮ মিনিটে হ্নীলা ফুটবল একাডেমীর ১০নাম্বার জার্সিধারী খেলোয়াড় এহাসানের দূর্দান্ত হ্যাড করে টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদের জালে বল ঢুকিয়ে দলকে ১-১ গোলে সমতায় আনে। কিন্তু দ্বিতীয়ার্ধ্বের ২০ মিনিটে আবরারো টেকনাফ উপজেলা নবজাগরণ ফুটবল একাদশের ১০ নম্বার জার্সিধারী খেলোয়াড় ডেবিটের দূর্দান্ত শটে হ্নীলা ফুটবল একাডেমীর জালে বল ঢুকিয়ে দলকে ২-১ গোলে এগিয়ে নেয়। হ্নীলা ফুটবল একাডেমীর খেলোয়াড়েরা থেমে থেমে আক্রমন করেও সমতা ফিরিয়ে আনতে পারেনি। খেলার শেষ বাঁশি বাজালে টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদ ২-১ গোলে জয় হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারী সিরাজুল হক, সুমন দে ও ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন ফরহাদুজ্জান। ম্যাচের শেষ্ট  খেলোয়াড়েরা নির্বাচিত টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদেও দিদারুল আলম ও হ্নীলা ফুটবল একাডেমীর এহাসান। খেলা শেষে তাদের পুরুষ্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি মিডিয়া পার্টনার প্রবাল নিউজ ডটকম’র সম্পাদক ও প্রকাশক মমতাজুল ইসলাম মনু। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন-আহবায়ক মৌলভী শাকের আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকী, হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর রহমান, ক্রীড়াবিদ ফিরুজ আহমদ, বাহদুর শাহ তপু, মাষ্টার আবুল হোছাইন হেলালী, দোলোয়ার হোছাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইব্রাহীম খলিল, ক্রিড়াবিদ আবু তাহের, নুর হোসেন, আবুল কালাম আলম প্রমূখ। সোমবার  বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ১০ম খেলায় টেকনাফ বাস ষ্টেশন ফুটবল ক্লাব ও খারাংখালী ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন