টক অব দ্যা টেকনাফ....

হ্নীলা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী নির্ধারণ নিয়ে বৈঠক 

express007rocks_133979880151217a330ef974.32356724.jpg_xlargeটেকনাফ সংবাদদাতা :
সীমান্ত উপজেলা টেকনাফের গুরুত্বপুর্ন ইউনিয়ন হ্নীলা ইউপি নির্বাচনে বিএনপির চেয়াম্যান প্রার্থী নির্ধারনে গুরুত্বপুর্ন বৈঠক অনুষ্টিত হয়েছে। দফায় দফায় অনুষ্টিত বৈঠকে বার বার উপজেলা বিএনপির আহবায়ক জাফর আলম মেম্বার ও উপজেলা যুবদলের আহবায়ক এড. মুহাম্মদ হাসান ছিদ্দিকীর নাম উঠে এসেছে।

উক্ত গুরুত্বপুর্ন বৈঠকে উপস্থিত ছিলেন- হ্নীলা ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক আবছার কামাল ছিদ্দকী, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জামাল সাদেক, উপজেলা ছাত্রদল সাধারণ নরুল হুদা, জামায়াত নেতা মাওঃ আবুল হাশেম, মাওঃ রশিদ আহমদ, কামাল উদ্দিন জাফরী, ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত উল্লাহ রনি, হ্নীলা উত্তর যুবদলের আহবায়ক আশরফ আলী মিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি হোসন মুঃ আনিম, সাঃ সম্পাদক ছৈয়দুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, ইউনিয়ন যুবদল নেতা হাসান মুরাদ, আবদুল আমিন, উসমান, ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ সেলিম, সোনা মিয়া, হোসন সিকদার, দেলোয়ার, কামাল, সম্পাদক তোফাইল আহমদ, শাহিন উদ্দিন, শাকিল মাহমুদ, হেলাল উদ্দিন, ফিরোজ মিয়া, মোঃ গনি, উসমান, আযুব আলী, আলী আকবর, জাকির হোসন জাকুসহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা কর্মী।

এব্যাপারে উপজেলা বিএনপি আহবায়ক জাফর আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলার শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেলে চেয়ারম্যান পদে প্রার্থীতা হয়ে কোমর বেঁধে মাঠে নেমে যাব। অপরদিকে উপজেলা যুবদলের আহবায়ক তরুন প্রজন্মের নেতা এড. হাসান ছিদ্দিকী জানান, বিএনপির উপজেলা আহবায়ক প্রার্থী না হলে ইনসা আল্লাহ আমি সর্বস্থরের জনতার সমর্থন ও দোয়া নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে প্রস্তুত আছি।

হ্নীলা ইউপি নির্বাচনে এবার যেকোন কিছুর বিনিময়ে সাবেক ৩ নং ওয়ার্ড (বর্তমান ৭,৮,৯ ওর্য়াড) থেকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে জাফর মেম্বার অথবা হাসান ছিদ্দিকীকে প্রতিদন্ধিতা করার জন্য চাপ সৃষ্টি করছেন স্থানীয় সর্বস্থরের জনগণ এবং দলীয় নেতা-কর্মীরা। যার কারনে ঈদের প্র্রথম দিন জাফর মেম্বারের বাড়িতে দফায় দফায় দলীয় ও পারিবারিক ভাবে বৈঠক অনুষ্টিত হয়েছে। দলীয় সুত্রে জানা যায়, খুব শীঘ্রই হ্নীলা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষনা হতে যাচ্ছে। বিএনপি থেকে চেয়ারম্যান পদে নতুন মুখের সংবাদ এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে সাধারণ নেতা- কর্মীদের মাঝে প্রানচাঞ্চলতা দেখা দিয়েছে। যা টেকনাফে টক অব দ্যা টেকনাফে পরিণত হয়েছে।


শেয়ার করুন