নবীনদের বরণ অনুষ্ঠান

হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

img_20170129_123752মোঃ আবছার কবির আকাশ।
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া নবাগত ছাত্র/ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৮ জানুয়ারী বুধবার সকাল ৮টায় কোরআনে খতম,পরে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র টেকনাফ -২ এর প্রস্তুতিমুলক সভা,সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিতে শুরু হয় এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও বিদ্যালয়ের পরিচালনা কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এরপর ১১টায় বিদায় ছাত্র/ছাত্রী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান আরম্ভ হয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মাধ্যামিক একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ মন্জুর,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু ছালাম,কান্জর পাড়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোহাম্মদ হোসন,হ্নীলা আলফালাহ একাডেমির অধ্যক্ষ,নুরুল হোসাইন ছিদ্দিকি,হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও অভিবাবক সদস্য এনামুল হক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশীষ কুমার বেদাজ্ঞর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির সংন্কর নাথ, অন্যান্যদের মধ্যে আরো বক্তত্য রাখেন, প্রাক্তন ছাত্র হোয়াইক্যং উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশেদ,হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি হাসেমুর রেজা হাসেম। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মাহামুদুল হাসান।
অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দিপান্বিত বেদাজ্ঞ,বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে মানপত্রের পত্র পাঠ করেন পরীক্ষার্থী নিগার সুলতানা রেশমী।বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পরীক্ষার্থী পার্নাফিল্লাহ,মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক/শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য বৃন্দ ও অভিবাবকগণ ।


শেয়ার করুন