হোয়াইক্যংয়ে সামাজিক বনায়নের উপকার ভুগিদের চেক বিতরণ

teknaf-hoyaikong-pic_16-02-17-copyজাহাঙ্গীর আলম :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পাহাড়ে অবস্থিত সৃজিত ২০০৩/৪ সনের সামাজিক বনায়নের উপকার ভুগিদের মাঝে ১৬ ফেব্রুয়ারী হোয়াইক্যং সিএমসির হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।বিশেষ অথিতি ছিলেন,সহকারী বন সংরক্ষক উখিয়া-টেকনাফ দায়িত্বরত সারওয়ার আলম,হোয়াইক্যং রেন্জ কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন.উখিয়া রেন্জ কর্মকর্তা মনিরুল ইসলাম,আওয়ালীগ নেতা আলমগীর চৌধুরী,হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এনামুল হক,বশির আহমদ চৌধুরী,রইক্ষ্যং বিট কর্মকর্তা,আবুল কালাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন,সামাজিক বনায়নের সদস্য আব্দু রহমান।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হোয়াইক্যং বিট কর্মকর্তা ওমর আলী গাজ্বি।বনায়নের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন,সামাজিক বনায়নের সভাপতি হাজ্বি ইয়াকুব আলী,সদস্য,বশির আহমদ চেীধুরী,মিজানুর রহমান।
স্থানীয় লোকজন ও সরকারে যৌথ উদ্দ্যেগে ঘঠিত উক্ত সামাজিক বনায়নের কার্যক্রম শুরু হয় ২০০৩/৪ সনে এরপর দীর্ঘ ১৩ বছরের দিকে উপকার ভুগীরা তাদের পরিশ্রমের সুফল হিসেবে তাদের লভ্যাংশ পাই প্রতিজন ৩৩ হাজার টাকা করে।
অনুষ্ঠানে প্রধান অথিতি বিভাগীয় বন কর্মকতা বলেন,পাহাড়ের গাছপালা স্থানীয়দের সহযোগিতা ছাড়া রক্ষা করা কঠিন তাই আপনাদের নিয়ে সরকার যৌথ উদ্দ্যেগে বনায়ন করেছে।আপনাদেরকে ভবিষ্যৎতে আরো বেশি লভ্যাংশ পাওয়ার জন্য বনায়ন রক্ষা করতে হবে।এতে আরো উপস্থিত ছিলেন,সামাজিক বনায়নের সদস্য সহ স্থানীয় জনসাধারণগন।


শেয়ার করুন