হোয়াইক্যংয়ে জমি নিয়ে সংঘর্ষ, আহত-১২

01নিজস্ব সংবাদদাতা, টেকনাফ
টেকনাফে জমি বিরোধ নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে ২জন গুলিবিদ্ধসহ ১২জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় সোলতান আহমদের পুত্র দেলোয়ার হোছন এবং কবির আহমদের পুত্র শাহ আলম গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ ও মামলা মোকর্দ্দমা চলে আসছে। ২ ফেব্রুয়ারী সকাল ৮টারদিকে সোলতান আহমদের মাদ্রাসা পড়–য়া ছাত্র আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় বাহারুল উলুম মাদ্রাসায় যাওয়ার পথে শাহ আলম গং ধরে মারধর করে একটি বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে আব্দুর রহমানের আতœীয়-স্বজন উদ্ধারের জন্য এগিয়ে আসলে দু‘পক্ষের মধ্যে লাঠিসোটা ও অস্ত্র-শস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষ লেগে যায়। এতে দেলোয়ার হোছন গংয়ের আব্দুল করিমের পুত্র জাকের হোছন (১৮), মৃত সোলেমানের মেয়ে রাশেদা বেগম (২৫) গুলিবিদ্ধসহ দেলোয়ার হোছন (২৪), আব্দুর রহমান (১৫), মৃত সোলেমানের পুত্র রবি আলম (২৩), কবির আহমদের পুত্র সরওয়ার কামাল (২৮), মৃত এজাহার মিয়ার পুত্র কবির আহমদ (৪৫), মীর আহমদের স্ত্রী চাম্পা বেগম (২৯) এবং শাহ আলম গংয়ের এজাহার মিয়ার পুত্র মোহাম্মদ ইউনুছ (২৫), মোহাম্মদ সাদেক (২২), নীর আহমদের পুত্র নবী হোছন (৩০) ও আব্দুল করিমের পুত্র কালা সোনা (৪০) আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও দেলোয়ার গংয়ের গুরুতর অব¯’ায় জাকির হোছন ও রাশেদা বেগমকে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় মেম্বার জাহেদ হোছন দু‘পক্ষের মধ্যে জমি বিরোধ নিয়ে এই ঘটনার সুত্রপাত বলে জানান। এই ব্যাপারে স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি আরিফুর রহমান গুলিবর্ষণের সত্যতা স্বীকার করে বলেন-এই ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান। এই ঘটনার পরও উক্ত এলাকায় দু‘পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।


শেয়ার করুন