হিজরি নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

unnamed (2)নিজস্ব প্রতিবেদক :
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) আদর্শকে সমুন্নত রাখতে ইসলামের সাথে নিবিড়ভাবে জড়িত আরবি নববর্ষ জেলায় বৃহদাকারে উদ্যাপন করা হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। সোমবার বিকালে শহরের এক অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান আয়োজক কর্তৃপক্ষ।
সংবাদ লিখিত বক্তব্যে জানানো হয়, ১৪ অক্টোবর হিজরি নববর্ষ উদ্যাপিত হবে। এ উপলক্ষে হাতে কর্মসূচীর মধ্যে রয়েছে বিকাল ৩টায় স্বাগত র‌্যালী, এরপর আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কক্সবাজার পাবলিক হল ময়দানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবদুল ওদুদ। এছাড়া উপস্থিত থাকবেন জাতীয় ও জেলা পর্যায়ের অনেক বরণ্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আরবী নববর্ষ হিজরি সনের সাথে ইসলামের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। হিজরি সন মুসলমানদের জীবনের সাথে সম্পৃক্ত। মুসলমানদের আবেগ, অনুভূতি, আচার, অনুষ্ঠান ও ইবাদত বন্দেগীর সাথে সরাসরি সম্পৃক্ত হিজরী বর্ষ। প্রিয় নবী (সা.) এর জীবনে মক্কা থেকে মদিনা হিজরত এক যুগান্তকারী ঘটনা। হিজরতের পর থেকেই মূলত: ইসলাম প্রাতিষ্ঠানিক রূপ নিতে থাকে। প্রসারতা লাভ করে বিশ্বব্যাপী এক আদর্শ ও উন্নত জীবন ব্যবস্থা। তাই মুসলমানদের অবশ্যই হিজরি নববর্ষকে গুরুত্ব দিতে হবে। এর উদ্যাপন ছড়িয়ে দিতে হবে সর্বত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উপদেষ্টা সদস্য মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন নববর্ষ উদ্যাপন পরিষদের আরেক উপদেষ্টা সদস্য মাওলানা সালাহ উদ্দীন মোহাম্মদ তারেক, নববর্ষ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, ভাইচেয়ারম্যান কায়সার আহামদ, নির্বাহী সদস্য নিয়ামত উল্লাহ মামুন, মুজিব উল্লাহ প্রমুখ। কোরআন তেলোয়া করেন নূরুল আবছার। হিজরি নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে নিমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।


শেয়ার করুন