হবু স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলা যাবে কি?

mobile-phone-hand-grass-background-400x360সিটিএন ডেস্ক:
মুহাম্মদ রায়হানে বয়স ২১। পারিবারিকভাবে ১৭ বছরের এক মেয়ের সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়েছে। কিন্তু এখনো বিয়ে হয়নি। বিয়ে হবে এক বছর পরÑ মেয়ের বয়স ১৮ পূর্ণ হলে। প্রশ্ন হলো, মুাহম্মদ রায়হান বিয়ের পূর্বে এই এক বছর ওই মেয়ের সাথে সরাসরি দেখা করে বা নিয়মিত ফোনে কথা বলতে পারবে কি?
এ বিষয়ে ইসলামের বক্তব্য হলোÑ বিবাহপূর্ব নারী-পুরুষের যেকোনো ধরনের সম্পর্ক যেমনÑ সরাসরি, ফোনে কিংবা পর্দার আড়াল থেকে নিয়মিত কথাবার্তা ইত্যাদি সম্পূর্ণ অবৈধ। কারণ, বিয়ের প্রতিশ্রুতি এবং সিদ্ধান্ত বিয়ে নয়। আর নারী-পুরুষের সকল সম্পর্ক বৈধ হয় কেবল বিয়ের আকদের মাধ্যমে। সুতরাং প্রশ্নোক্ত মেয়ে তার জন্য এখন বেগানা বা গাইরে মাহরাম নারী। তাই তার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত গাইরে মাহরামের মতোই আচরণ করতে হবে।
অবশ্য বিয়ের পূর্বে পাত্র-পাত্রী একে অপরকে বুঝা এবং জানার জন্য এক-দুইবার কথা বলতে পারবে এবং সরাসরি দেখাও করতে পারবে। কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত তার সঙ্গে নিয়মিত ফোনে কথা বলা বা দেখা করা বৈধ নয়। [তাফসিরে ইবনে কাসির : ২/৬৩১, বুখারি : ১/৯১]


শেয়ার করুন