স্মার্টফোনে পর্নোগ্রাফি

95363_32সিটিএন ডেস্ক:
স্মার্টফোনে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফিবিষয়ক একটি ওয়েবসাইট নতুন করে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ২০১০ সালে আইওএস ও অ্যানড্রোয়েড মোবাইলফোন ব্যবহারকারীদের মধ্যে শতকরা ১২ ভাগই পর্নোগ্রাফির ওই ওয়েবসাইটে ঢুঁ মেরেছে। তারা বিভিন্ন ক্যাটিগরির পর্নোছবি দেখেছে এসব সাইটে। তবে গত মাসে দেখা গেছে, ওই ফোন ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৬৩ ভাগই পর্নোছবি দেখে থাকে। অর্থাৎ আগের চেয়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে এসব ছবির দর্শক। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, প্রতি সেশনে আইওএস ব্যবহারকারীর চেয়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা বেশি সময় এসব ছবি দেখে। ওই ওয়েবসাইটে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গড়ে ১০ মিনিট ৬ সেকেন্ড ভিজিট করে এসব দর্শক। অন্যদিকে আইওএস ব্যবহারকারীদের মধ্যে গড়ে দর্শক অবস্থান করে ৮ মিনিট ৪০ সেকেন্ড। স্মার্টফোনের এ দুটি সিস্টেম ব্যবহারকারীরা যেসব পর্নো তারকাকে খুঁজে ফেরে বেশি তার মধ্যে রয়েছে লিসা অ্যান, মিয়া খলিফা ও কিম কারদাশিয়ান। অ্যানড্রয়েড ফোনে প্রথম অবস্থানে আছেন লিসা অ্যান। তারপরেই রয়েছেন যথাক্রমে মিয়া খলিফা ও কারদাশিয়ান। তবে আইওএস সিস্টেমে সার্চের শীর্ষে রয়েছেন কিম কারদাশিয়ান। তার পরেই রয়েছেন মিয়া খলিফা ও লিসা অ্যান। সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নারীতে নারীতে সমকামিতার ছবি। অ্যানড্রয়েডে তার পরেই রয়েছে কার্টুন ও কৃষ্ণাঙ্গবিষয়ক পর্নোছবি।


শেয়ার করুন