স্বপ্নের মতো একটি দিনে টাইগাররা

শততম টেস্টে জ্বলে ওঠল টাইগাররা। প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ২৩৮ রান। দিনেশ চান্ডিমাল ৮৬ এবং রঙ্গনা হেরাথ ১৮ রানে ক্রিজে আছেন।
এই চান্ডিমালই বলতে গেলে বিপর্যয় ঠেকিয়েছেন। তিনিই ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ২০১ বলে তিনি এই রান করেছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়েছন। একটি করে উইকেট নিয়েছেন সুভাশিষ রায়, তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসান।
শেষ অধিবেশনে সাকিব আর মোস্তাফিজ দুটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার ওপর চাপ আরেক দফা বাড়িয়ে দেন।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। চতুর্থ ওভারে রানের খাতা খুলে তারা।
পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান প্রথম আঘাত হানেন। অষ্টম ওভারে করনারত্নেকে সাজঘরে ফেরান তিনি।
মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান। এরপর উপল থারাঙ্গাকে।
আজ শততম টেস্ট দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কলম্বো টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।
প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছেন মোসাদ্দেক হোসেন।
শ্রীলঙ্কা একাদশে এসেছে একটি পরিবর্তন। লাহিরু কুমারার জায়গা একাদশে সুযোগ পেয়েছেন ধনানঞ্জয়া ডি সিলভা।
গলে প্রথম টেস্ট ২৫৯ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও শুভাশিষ রায়।
শ্রীলঙ্কা একাদশ : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুত করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), আসলি গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, ধনানঞ্জয়া ডি সিলভা ও লক্ষ্মণ সানদাকান।


শেয়ার করুন