স্পোর্ট মেটাল এবং গ্লাস বডিতে স্যামসাংয়ের নতুন ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

samsung-phone

 সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্স ভারতের বাজারে নতুন দুটি স্মার্টফোন ছেড়েছে। বাজারে আসা স্যামসাংয়ের নতুন ফোন দুটি হলো গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ এজ। দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন স্মার্টফোন দুটিতে স্পোর্ট মেটাল এবং গ্লাস বডি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন দুটির আকর্ষণীয় ডিজাইন ইতোমধ্যে ভারতের বাজারে ক্রেতাদের মনোযোগ কেড়েছে।

ভারতের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এর মূল্য ধরা হয়েছে ৪৯ হাজার ৯০০ রুপী। অন্যদিকে এস৬ এজের মূল্য ৫৮ হাজার ৯০০ রুপী।

এই ফোনটির ফিচার প্রায় একই। শুধুমাত্র বাহ্যিক চেহারা আলাদা।

গ্যালাক্সি এস ৬ এবং এস ৬ এজের ডিসপ্লেতে ৫.১ ইঞ্চির ২ কে এমোলিড ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এই ফোনদুটিতে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে।

ফোনদুটিতে এক্সিনোস ৭ চিপ অক্টাকোর প্রসেসর সংযোজন করা হয়েছে। যেটির ক্লক স্প্রিড ২.১ গিগাহার্টজ এবং ১.৫ গিগাহার্টজ।

উভয় ফোনে অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন ললিপপ অপারেটিং সিস্টেম রয়েছে। আরও আছে ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি ক্যামেরি কার্ড।

স্যামসাংয়ের এস ৬ এ ২৫৫০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি আছে। এস ৬ এজে আছে ২৫০০ মেগাঅ্যাম্পিয়ারের ব্যাটারি।


শেয়ার করুন