স্কুল ক্রিকেটে সেমিতে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ও ফেনী কালিম মাদ্রাসা

DSC_0131এস এম আরোজ ফারুক :
চরম নাটকীয় ম্যাচে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে ১ রানে হারিয়ে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা বিভাগের সেরা টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নাম্বার গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩০ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ চ্যাম্পিয়নরা। জবাবে, সাফায়েত উল্লাহ-সুমন মিয়াদের নিয়ন্ত্রীত বোলিংয়ে স্কোর বোর্ডে ৪৫ রান যোগ হতেই ৬ উইকেট হারায় ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সপ্তম উইকেটে কামরান-মিনহাজদের ব্যাটে ৩৮ রানের জুঁটি গড়ে। টেলএন্ডে কামরান আহমেদ-মাহমুদুল হাসানরা ব্যাটিং দৃঢ়তা দেখালেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের। ইনিংস সেরা ২৫ রান করেন কামরান আহমেদ। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ২৩ আর ২২ রান করে মিনহাজ জয়। টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের অন্তর ইসলাম শাফি নেন ৩ উইকেট। সাফায়েত উল্লাহ-সাব্বিরদের শিকার ২টি করে উইকেট।
১৮ রানে ৩ উইকেট, ১ ক্যাচ নিয়ে ম্যাচ সেরা অন্তর ইসলাম শাফি। সেমিফাইনালে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিপক্ষ সিলেটের ভিক্টোরিয়া হাই স্কুল। ২৪ জুন কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু-দল।

সংক্ষিপ্ত স্কোর:
টস: টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা বিভাগ)
টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ১৩০/১০ (৪১.৪)
তানবিন হোসেন – ৩৮ (৭৬) ২*৪, ১*৬
সুমন মিয়া – ৩৫ (৪৯)  ২*৪, ১*৬
হারুন অর রশিদ – ২৭ (৫৮)  ১*৪, ১*৬
রুহুল আমিন ৩/২৩, নাইমুর রহমান ২/২৭
শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা মেট্রো) ১২৯/১০ (৪২.৩)
কামরান আহমেদ –  ২৫ (৫০)  ২*৪, ১*৬
মাহমুদুল হাসান – ২৩ (৮১) ৩*৪
মিনহাজ জয় – ২২ (২৯) ৩*৪
অন্তর ইসলাম শাফি ৩/১৭, সাব্বির হোসেন ২/০
ফল: টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ১ রানে জয়ী
ম্যাচ সেরা: অন্তর ইসলাম শাফি।  
DSC_0182
সেমিফাইনালে ফেনী আলিয়া কালিম মাদ্রাসা
এদিকে, নক আউট পর্বের আরেক ম্যাচে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন বালিয়াপুকুর বিদ্যা নিকেতনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে, চট্টগ্রামের বিভাগের সেরা দল ফেনী আলিয়া কালিম মাদ্রাসা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল ভেণ্যুতে ৪৬ রানের বড় জয় পেয়েছে ফেনির দলটি।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৯ রানের স্কোর গড়ে ফেনী আলিয়া কালিম মাদ্রাসা। জবাবে, ১১৩ রানে গুটিয়ে যায় রাজশাহীর বালিয়াপুকুর বিদ্যা নিকেতন। প্রথমে ব্যাটিংয়ে নেমে জিয়াউল হক রনি-মজিবুল হক উদ্বোধনী জুঁটিতে গড়ে তুলেন ৫৩ রানের পার্টনারশীপ। ইনিংস সেরা ৪১ রান করেন জিয়াউল হক রনি, মুজিবুলের ব্যাট থেকে আসে ২৩ আর ২০ রান করে করেন আব্দুল আলিম আর আব্দুল মতিন। ২টি করে উইকেট পেয়েছেন ইদ্রিস আলি আর জিএম মোহাইমিনুল। জবাবে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহীর বালিয়াপুকুর বিদ্যা নিকেতন। ২০ রানে অপরাজিত থাকেন সাদমান। নাজমুল হোসেনের ব্যাট থেকে আসে ১৬ রান। ৩টি করে উইকেট পেয়েছেন ইমাম হোসেন আর খালিদ বিন ওয়ালিদ। অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচ সেরা ফেনী আলিয়া কালিম মাদ্রাসার ইমাম হোসেন । সেমিফাইনালে ফেনী আলিয়া কালিম মাদ্রাসার প্রতিপক্ষ দিনাজপুর হাই স্কুল। ২৪ জুন কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ২ দল।

সংক্ষিপ্ত স্কোর:
টস: ফেনি আলিয়া কালিম মাদ্রাসা (চট্টগ্রাম বিভাগ)
ফেনি আলিয়া কালিম মাদ্রাসা ১৫৯/৯ (৫০ ওভার)
জিয়াউল হক রনি – ৪১ (৯৩)  ১*৪, ২*৬
মুজিবুল হক – ২৩ (৬৯) ৪*৪
আব্দুল মতিন – ২০ (৫৩)
আব্দুল আলিম – ২০ (১৯) ২*৬
ইদ্রিস আলি ২/২১, জিএম মুহাইমিনুল ২/৩১
বালিয়াপুকুর বিদ্যা নিকেতন (রাজশাহী বিভাগ) ১১৩/১০ (৩৮.১ ওভার)
সাদমান – ২০ (৫১) ৩*৪
নাজমুল হোসেন – ১৬ (২৩) ২*৪, ১*৬
ইমাম হোসেন ৩/২২, খালিদ বিন ওয়ালিদ ৩/১৮   
ফল: ফেনী আলিয়া কালিম মাদ্রাসা ৪৬ রানে জয়ী।


শেয়ার করুন