সেনাবাহিনীর গাড়ি উল্টে দুই সৈনিকের মৃত্যু

Sana-1আনছার হোসেন

মিডিয়া ব্যক্তিত্ব

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলাধীন খুটাখালী এলাকায় সেনাবাহিনীর গাড়ি দূর্ঘটনায় দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
নিহত দুই সেনা সদস্য হলেন সৈনিক শফিকুর রহমান ও সৈনিক মোহাম্মদ নাঈম। আহতরা হলেন মোহাম্মদ সাজ্জাদ ও আরিফুল ইসলাম। আহত দুইজনও সেনাবাহিনীর সৈনিক। তাদের প্রথমে ডুলাহাজারা মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে আহত দুইজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার রাত সোয়া ৮টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। পুলিশের চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাসুদ হোসেন ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, এই সড়ক দূর্ঘটনায় দুই সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যান।
সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর ওই জীপটি চকরিয়া থেকে রামু সেনানিবাসে যাচ্ছিল। যাওয়ার পথে খুটাখালী কমিউনিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই সৈনিকের মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপ-পরিদর্শক মোহাম্ম আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতাল মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দূর্ঘটনা কবলিত জীপটি এখনও দূর্ঘটনাস্থলেই রয়েছে। এটি সরিয়ে নেয়ার কাজ চলছে।
তবে এ ব্যাপারে সেনাবাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন