সিরিয়ায় আইএস মুখপাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

 

দামেস্ক: ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন।

আইএসের সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

আমাক বলছে সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি মারা যান।

তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি আমাক।

কোনো ব্যক্তি দ্বারা এককভাবে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্ব সহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে এসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিলো।

ইউরোপে বেশকটি হামলা সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার বলছেন আল আদনানির মৃত্যুর বিষয়টি ঐ অঞ্চলের ভবিষ্যতের জন্য এক বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি বলছেন, আইএস এমন একটি সংগঠন যারা তাদের প্রচারণার ওপর খুবই নির্ভরশীল।

আল আদনানি একইসাথে ইসলামিক স্টেট গোষ্ঠির হয়ে বহিঃবিশ্বে নানা অপারেশন পরিচালনা এবং প্রচারণা দুটি দায়িত্বই পালন করতেন।

মার্কিন সূত্র মতে আদনানিই প্রথম কোনো বিদেশী যোদ্ধা যে ২০০৩ সালে ইরাকে মার্কিন সমর্থিত বাহিনীর বিরুদ্ধচারণ করেছিল।

আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে।

সেখানে তিনি মুসলিমদের পশ্চিমা বিশ্বে আক্রমণ করতে আহ্বান জানিয়েছিলেন।

সিরিয়ার উত্তরাঞ্চলে বানাশ শহরে ১৯৭৭ সালে আল-আদনানির জন্ম।

এমন এক সময়ে তার মৃত্যু হলো যখন আই-এস গোষ্ঠী সিরিয়া ও ইরাকে কুর্দিদের সাথে কৌশলগত সমস্যার মোকাবিলা করছিল।

সূত্র: বিবিসি

 


শেয়ার করুন