সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্তে গাড়িবোমা হামলায় নিহত ৫০

 

দামেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্তে কুর্দি অধ্যুষিত শহর কামিসলিতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং আরো বহুলোক আহত হয়েছেন।

বুধবার হামলাকারীরা ট্রাক ও মোটরসাইকেল নিয়ে একই স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে খবর দিয়েছে আলজাজিরা।

এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক এবং আইএসআইএল।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ার একটি হিউম্যান রাইটস অবজারভেটরি সংস্থা জানিয়েছে, কুর্দিস পুলিশের একটি কেন্দ্র এবং তার পাশে একটি সরকারি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগেও কুর্দি অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি বোমা হামলা চালানোর কথা দাবি করেছে আইএসআইএল।

খবরে বলা হয়, হামলার ঘটনায় সরকারি ভবনটি ধসে পড়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সূত্র: আলজাজিরা

 


শেয়ার করুন