সিইসির বিচার হবে ট্রাইব্যুনালে : কর্ণেল অলি

Oli_Ahmed.Bir_Bikromসিটিএন ডেস্ক:
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা গোলাম আজমের বিচার যেভাবে হয়েছে সেভাবে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ।
আজ চট্টগ্রাম নগরীর লালদিঘিতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অলি বলেন, বর্তমান সিইসি শুধুমাত্র চাকরি, গাড়ি-বাড়ি, টাকার লোভে বাংলাদেশকে হুমকির মধ্যে রেখেছেন। তিনি ভোটের পরিবেশ নষ্ট করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন। ট্রাইব্যুনালে গোলাম আজমের বিচার যেভাবে হয়েছে সিইসিকেও সেভাবে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
পৌরসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি তুলে ধরতে এলডিপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এবারের নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি’র প্রার্থীর ছিলেন অলি আহমেদ-এর ভাতিজা আইয়ূব কুতুবি। কিন্তু ক্ষমতাসীনদের কারচুপির কারণে এলডিপি নির্বাচনে হেরেছে বলে দাবি করেন দলটির চেয়ারম্যান।


শেয়ার করুন