সাড়ে ৬ কোটি মানুষ শরণার্থী হিসেবে জীবন যাপন করছে

Soronarthi-400x400২০ জুন বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস (ওয়াল্ড রিফুজি ডে)। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/৭৬ প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, এ বছর এমন এক প্রেক্ষাপটে দিবসটি পালিত হচ্ছে যখন যুদ্ধ-সংঘাতের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষে নিজের দেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন অন্যদেশে।
১৯৫১ সালের জাতিসংঘ রিফিউজি কনভেনশন অনুযায়ী শরণার্থী বলতে তাদেরই বোঝায়, যারা তাদের জন্মভূমি থেকে জীবনের ভয়ে অথবা বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ধর্মমতের ভিন্নতার কারণে পালিয়ে আসে অথবা পালিয়ে যায়। দিবসটির মূল লক্ষ্য, বিশ্বব্যাপী শরণার্থীদের দুঃখ-দুর্দশায় বিশ্ব জনমত গঠন ও তাদের এ অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাষ্ট্র ও সরকারকে উদ্বুদ্ধ করা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ শরণার্থী হিসেবে জীবন-যাপন করছে। এছাড়া ২০১৩ সালের শেষ নাগাদ ৫ কোটি ১২ লাখ ব্যক্তি জোড়পূর্বক বাস্তুচ্যুত হয়। যা ২০১২ সালের চেয়ে প্রায় ৬০ লাখ বেশি।


শেয়ার করুন