সাব্বির-মুস্তাফিজে জয় বাংলাদেশের

142797সিটিএন ডেস্ক:

দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়ে চার ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রবিবার বেলা ৩টায় ম্যাচটি শুরু হয়। এর আগে প্রথম টোয়েন্টি২০ ম্যাচে শুক্রবার ৪ উইকেটে জিতেছিল মাশরাফিবাহিনী।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও সৌম্য সরকারের মারমুখী ব্যাটিংয়ে শুরুতে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল স্বাগতিকরা। কিন্তু ষষ্ঠ ওভারে তামিমকে আউট করে জুটি ভাঙেন মুজারাবানি।
সাব্বির রহমানের সাথে জুটি বেঁধে সৌম্য সরকার চাপ কাটানোর চেষ্টা করলেও দশম ওভারে এসে হোঁচট খায় স্বাগতিকরা। ক্রেমারের বলে সৌম্য সরকার ব্যক্তিগত ৪৩ রানে সাজঘরে ফিরে যান। পরে ওভারের প্রথম বলেই মাত্র ১ রানে আউট হয়ে যান মাহমুদুল্লাহ।
৭৬ রানে ৩ উইকেট হারানোর পর সাব্বিরকে সঙ্গ দিতে মাঠে নামেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি ২৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৩ রানে। অন্যদিকে সাকিব আল হাসান অপরাজিত থেকে সংগ্রহ করেন ২৭ রান। সফরকারীদের পক্ষে মুজারাবানি, মাসাকাদজা, ক্রেমার একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সফরকারী জিম্বাবুয়ের দুই ওপেনার মাসাকাদজা ও সিবান্দা স্বাগতিকদের ভালই চোখ রাঙ্গিয়েছেন। তবে এ জুটি বড় হতে দেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। সপ্তম ওভারে ৫০ রানে সিবান্দাকে বোল্ড করেছেন তিনি।
নবম ওভারে বল করতে এসে শুরুতেই বাংলাদেশের বড় বাঁধা মাসাকাদজাকে সাজঘরে পাঠান সাব্বির রহমান। আর দশম ওভারের শেষ বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে টোয়েন্টি২০ ক্যারিয়ারের প্রথম উইকেটটি নেন শুভাগত হোম। পরের ওভারে আবার সাব্বিরের আঘাত। এবার তার শিকার মুতামবামি। শেষ পর্যন্ত ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে মূলত ধ্বস নামান সাব্বিরই। মাঝে ১৭তম ওভারে দেখা গেছে মুস্তাফিজ ঝলক। ৩ বলের ব্যবধানে দুই জিম্বাবুয়েইয়ান ব্যাটসম্যানকে বোল্ড করেন মুস্তাফিজ। একের পর এক উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে যাওয়া জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। ফলে ৪২ রানের জয় পায় বাংলাদেশ।
চার ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনায়।


শেয়ার করুন