সাঙ্গু গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে

cox-2_1সংবাদ বিজ্ঞপ্তি:

‘সত্যের পথে আমরা এখনো অবিচল’ এই নীতিতে উজ্জীবিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে পহেলা ফেব্রুয়ারি চার বছর পূর্ণ করে পাঁচ বছরে পা রেখেছে দৈনিক সাঙ্গু। এ উপলক্ষে কক্সবাজারে এক বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ষপূর্তির এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালি ও মতবিনিময় সভায় পর্যটন শহরের বিভিন্ন পেশাজীবি মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দৈনিক সাঙ্গুঁ’র কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকী পরিচালনায় সিনিয়র সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা বলেন, বৃহত্তর চট্টগ্রামের গণমাধ্যমে দৈনিক সাঙ্গু একটি ব্যাতিক্রমী সংযোজন। এ পত্রিকাটি খুব কম সময়ের মধ্যে ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছে। অনুসন্ধানি প্রতিবেদনের মাধ্যমে অসহায় মানুষের ভোগান্তির কথা তুলে ধরতে সক্ষম হয়েছে। পাশাপাশি  মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটি বৃহত্তম ট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা হিসেবে আলোচনায় উঠে এসেছে। তাছাড়া চট্রগ্রামের অন্যান্য জেলার পাশাপাশি কক্সবাজারেও সর্বস্তরের মুখপত্রের পরিণত হয়েছে দৈনিক সাঙ্গুঁ। সাঙ্গুঁ’র ৫ম বর্ষ পদার্পনের মধ্যে দিয়ে ইতিমধ্যে পত্রিকাটি তার নিজস্ব সংবাদ বৈশিষ্টের কারণে একটি অবস্থান তৈরী করতে সক্ষমও হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের দৈনিক পত্রিকা হিসেবে সুধি সমাজেও প্রশংসা অর্জন করেছে। সর্বশেষ কক্সবাজারের মুখপত্র এখন দৈনিক সাঙ্গুঁ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে আশা প্রকাশ করেছেন বক্তারা। পাশাপাশি বক্তরা সাঙ্গুঁ’র ভবিষ্যৎ পথ চলার সফলতা কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক নিউজ টু ডে’ এর পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজারের প্রবীন সাংবাদিক, লেখক ও কলামিষ্ট বিশ্বজিৎ সেন বাঞ্চু, দৈনিক সাঙ্গু’র পাঠক ফোরামের কক্সবাজার আহবায়ক ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কক্সবাজার টিভি জার্নানিষ্ট এসোসিয়েশন ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শফিউলাহ শফি, চ্যানেল নাইন এর কক্সবাজার প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার প্রতিনিধি গোলাম আজম খান, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সহ-বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, আমান উল্লাহ,  মোহাম্মদ শফিক, আতিকুর রহমান মানিক প্রমুখ। পরে কেক কেটে পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ষপূর্তি অনুষ্টানের সকল কর্মসুচিতে যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করায় আগত সকল সাংবাদিক ও সংবাদপত্রসেবীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দৈনিক সাঙ্গুঁ’র কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকী।


শেয়ার করুন