সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে জেইউসির মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ

কারাবন্দী সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে দেশব্যাপী কর্মসূচির আলোকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি।

রবিবার কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতি করেন জেইউসি সভাপতি মমতাজ উদ্দিন বাহারী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
হুমায়ুন সিকদারের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইনকিলাবের ব্যুরোচীফ শামসুল হক শারেক, সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, কামাল হোসেন আযাদ, মোহাম্মদ হাসিম, আবদুল মতিন চৌধুরী, মোস্তফা
সরওয়ার, এএইচ সেলিম উল্লাহ, সৈয়দ আলম, গোলাম আজম খান, স.ম ইকবাল বাহার চৌধুরী, আবদুল্লাহ নয়ন, জসিম উদ্দীন ছিদ্দিকী, আজিজ রাসেল, শাহেদ ইমরান মিজান, খোরশেদ হেলালী, আবদুর রহমান, আতিকুর রহমান মানিক, নুরুল হক চকোরী, মাহবুবুর রহমান, নুরুল আমিন হেলালী, জিয়াবুল করিম, আনোয়ার হোছাইন, নাছির আল মামুন, আমিনুল কবির প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী দীর্ঘ ১০ মাস কারাবন্দী। অসুস্থ এ শীর্ষ সাংবাদিক নেতার জামিন নিয়ে চলছে টালবাহানা। এ অবস্থায় তার মুক্তি আন্দোলন বেগবান করার কোনো বিকল্প নেই। রুহুল আমিন গাজী শুধু একজন সাংবাদিক না, তিনি একজন স্বাধীনচেতা
মানুষ। তিনি সর্বদা সত্য কথা বলেন, কাউকে ভয় পান না। যে কারণে আজকে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে ১০ মাস আটক করে রাখা হয়েছে। যে আইনে তাকে আটক করা হয়েছে সেটি একটি গণবিরোধী আইন। এটি মুক্ত সাংবাদিকতা বিরোধী আইন। এই আইন বাতিল করতে হবে। অবিলম্বে রুহুল আমিন গাজীর মুক্তি দিতে হবে।


শেয়ার করুন