সরকারি কর্মকর্তাদের ট্যাব বিতরণ

05022015(004)
চীফ রিপোর্টার, সিটিএন:
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকে আরো একধাপ এগিয়ে দিতে জেলা ও উপজেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট ট্যাব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সারা দেশের সাথে তাল মিলিয়ে কক্সবাজার জেলা ও উপজেলার প্রত্যেক সরকারি দপ্তরের শীর্ষ কর্মকতাদের মাঝে এ ট্যাব তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে সকাল ১১টার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রহুল আমীন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকে আরো একধাপ এগিয়ে দিতে সরকার সারাদেশের সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ করেছে। এখন থেকে সরকারি কর্মকর্তারা যেখানেই যান না কেন কাজ থাকবেই হাতের মুঠোয়। সর্বত্র বিচরণকালে নিজস্ব গতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে।’
তিনি ট্যাব পাওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই হচ্ছেন ডিজিটাল বাংলাদেশের মূল নিয়ন্ত্রক। সে যাত্রায় ট্যাবগুলো আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিবে। আপনারা তা যথাযথ ব্যবহার করে সরকারের উদ্দেশ্যকে সফল করবেন।’
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন “ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ প্রকল্পের আতওয়ায় ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আহমদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ হাবিবুর রহমান।


শেয়ার করুন