সমাজ উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে কক্সবাজার টাইমস্

‘কক্সবাজার কলেজ পাঠক ফোরাম গঠন সভায় বক্তারা’

কামরুল হাসান মিনার, কক্সবাজার কলেজ:

কক্সবাজারের অন্যতম শীর্ষ ও সময়ের আলোচিত নিউজ পোর্টাল কক্সবাজার টাইমস্ ডটনেট’র কক্সবাজার সরকারি কলেজ শাখা পাঠক ফোরাম গঠিত হয়েছে। কমিটি গঠিন উপলক্ষে এক সভা রোববার সকাল ১১টায় এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কক্সবাজার টাইমস্’র কক্সবাজার সরকারি কলেজ প্রতিনিধি কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার টাইমস্’র প্রধান সম্পাদক সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন কবি মনির ইউসুফ, কক্সবাজার টাইমস্’র নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কবি কালাম আজাদ, কক্সবাজার টাইমস্’র চীফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, সমুদ্র কণ্ঠের স্টাফ রিপোর্টার ছৈয়দ আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার টাইমস্’র প্রধান সম্পাদক বলেন, ‘বর্তমান অনলাইন যুগে অলনাইন সংবাদ মাধ্যমের প্রয়োজন অতুলনীয়। সে ধারা থেকে সমাজ অগ্রগতির পথে কক্সবাজারকে এগিয়ে দিতে কক্সবাজার টাইমস্ ডটনেট যাত্রা। কিন্তু কক্সবাজার টাইমস্ শুরু সংবাদ নিয়ে আবদ্ধ নেই। ‘আমরা মানবতার কথা বলি’ শ্লোগান নিয়ে সাংবাদিকতা ধারার বাইরেও সমাজ ও শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে কাজ করছে কক্সবাজার টাইমস্। পাঠক ফোরামের মাধ্যমে কক্সবাজার টাইমস্ কর্মীরা সে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে যাবে।’ সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও উপস্থিতিদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজার টাইমস্ পাঠক ফোরাম কমিটি নিন্মরূপ:- সভাপতি শামীম ইকবাল (রাষ্ট্রবিজ্ঞান), সহ-সভাপতি যথাক্রমে- মোঃ রিয়াদ (হিসাব বিজ্ঞান), আল মাসুম আসিফ, সাধারণ সম্পাদক আবরার জাহিন ইসমাম (একাদশ), সহ সাধারণ সম্পাদক যথাক্রমে-জিহাদ হোসেন শিবলী (হিসাব উদ্দীন), মোঃ ফয়সাল (রাষ্ট্র বিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দীন সাগর (একাদশ), সহ যথাক্রমে- মোঃ হাফিজ (ব্যবস্থাপনা), ইমতিয়াজ তামজিদ বাঁধন (একাদশ), অর্থ ও পরিকল্পনা সম্পাদক সরওয়ার আলম ( রাষ্ট্র বিজ্ঞান), অফিস সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (রাষ্ট্র বিজ্ঞান), শিক্ষা ও গবেষণা সম্পাদক রায়হিদ মোস্তফা ফাহিম (একাদশ), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শোয়াইব (একাদশ) সমাজ সেবা বিষয়ক সম্পাদক শাহেদ মোস্তফা জেকি (একাদশ), বৃক্ষরোপণ সম্পাদক ইমরান বিন জাবের (একাদশ), সাহিত্য সম্পাদক সিরাজ সিকদার (অনার্স), সাংস্কৃতিক সম্পাদক তামিম মুনতাকি (একাদশ), আপ্যায়ন সম্পাদক শাকিব শাহরিয়ার ( একাদশ), ক্রীড়া সম্পাদক অহিদুল ইসলাম আদর ( একাদশ), প্রচার সম্পাদক মহিউদ্দীন গালিব (একাদশ), প্রকাশনা সম্পাদক ইলিয়াম মিয়া (রাষ্ট্র বিজ্ঞান)। কার্যকরী সদস্য যথাক্রমে- জাফরিন আজাদ মুমু, রীমা আকতার, ইয়াসমিন আকতার, জেমিমা শারমিন, ছামিহা আলম।


শেয়ার করুন