সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক সেমিনার ১৪আগষ্ট

প্রেস বিজ্ঞপ্তি  :
কক্সবাজার কওমী মাদ্রাসা পরিষদ ও ওলামা-মশায়েখের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক সেমিনার আগামীকাল ১৪আগষ্ট (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন কনভেনশন হলে (ডায়াবেটিস হসপিটালের দক্ষিণ পার্শ্বে) অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর সেক্রেটারী জেনারেল ও শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর শরীয়াহ্ কাউন্সিল’র চেয়ারম্যান আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী। বিশেষ আলোচক থাকবেন, চট্টগ্রাম ওমর গণি এম.ই.এস কলেজের অধ্যাপক ও মাসিক আত্-তাওহীদ সম্পাদক ড. আ.ফ.ম খালিদ হোসেন, আল- জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও মাসিক আত্-তাওহীদ’র সহ-সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ।
এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ অতিথি হিসেবে থাকবেন। সেমিনারে সভাপতিত্ব করবেন, জেলার বরেণ্য আলেমেদ্বীন ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিম। সেমিনারে আগ্রহী সুধীজনকে শরীক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
লেখক ও সংবাদকর্মী হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


শেয়ার করুন