শুরু হচ্ছে গর্জনিয়ায় শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ

Pic-2প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম বলেছেন-আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। বর্তমানে শহর থেকে গ্রামজুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এতে ঈর্ষান্বিত হয়ে যারা উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার (১৯ আগষ্ট) গর্জনিয়া ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকারে প্রতিশ্রুতি মতে-অবহেলিত গর্জনিয়া ইউনিয়নকে উন্নয়নে ভরে দেয়া হবে। তারই অংশ হিসাবে আগামী কয়েক মাসের মধ্যে শত কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে। এ ইউনিয়নে ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগের কাজও শুরু হয়ে গেছে। তাই এ উন্নয়ন বাস্তবায়নে গর্জনিয়ার নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহবান জানান উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
গর্জনিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নি, উপজেলা কুষক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো:আইয়ুব সিকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও রামু উপজেলা এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নেজামসহ স্থানীয় মুরব্বী,আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সভার শুরুতে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম ও গর্জনিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম গর্জনিয়ায় পেীছলে দলীয় দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় হাজার হাজার লোকজন ফুল দিয়ে মিছিল সহকারে তাদের স্বাগত জানান।


শেয়ার করুন