শিশুদের ভারী স্কুলব্যাগ নিষিদ্ধ করতে রুল জারি

116506_1সিটিএন ডেস্ক :

শিশুদের স্কুলব্যাগ শরীরের ওজনের ১০ শতাংশের মধ্যে রাখতে এবং প্রি-প্রাইমারি শিশুদের স্কুলব্যাগ বহন না করতে কেন আইন প্রণয়নের নির্দেশ দেয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

গত ৯ আগস্ট জনস্বার্থে এ রিটটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এসএম মাসুদ হোসেন দোলন, মো. জিয়াউল হক ও ‍আনোয়ারুল করিম।
?

আইন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত শিশুদের ভারী স্কুলব্যাগ বহন নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয় এ আবেদনে।


শেয়ার করুন