শহর জামায়াতের মহান স্বাধীনতা দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল

4db78139-3bfe-46f3-bdd1-536b401ad208মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ শুক্রবার জামায়াতে ইসলামী কক্সবাজার শহর এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াত আমির অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগন বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস জাতির গৌরবের দিন। বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের নতুন একটি স্বপ্ন রচিত হয়েছিল।

কিন্তু যে স্বপ্ন নিয়ে জনগন রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল আজও তা পূর্ণ হয়নি। মানুষের বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার অধিকার পর্যন্ত কেড়ে নিয়ে বর্তমান সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুন্ঠিত করেছে। মুক্তিযোদ্ধাগণ আজ অসম্মানিত, অপমানিত, অবহেলিত। সত্য কথা বলার অপরাধে আজ মুত্তিযোদ্ধাগণও রাজাকার খেতাব পাচ্ছেন। স্বাধীন বাংলাদেশে কথা বলা, মত প্রকাশ ও বসবাস করার অধিকার এই সরকার হরণ করেছে। গুলি করে পাখি শিকারের মত মানুষ মানুষ হত্যা করা হচ্ছে। এটার নাম কি গণতন্ত্র? এ জন্য কি দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল?

মহান মুক্তিযুদ্ধের চেতনায় গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথে জাতিকে আবারো একতাবদ্ধ হওয়ার অহবান জানান বক্তাগণ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে নিহত জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শফিউল হক জিহাদী, শহর জামায়াত সেক্রেটারী সাইদুল আলম, এসিষ্ট্যান্ট সেক্রেটারী আবদুল্লাহ আল ফারুক, কর্মপরিষদ সদস্য শফিউল্লাহ কুতুবী, ফজলুল কাদেও, কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুসসহ শহর জামায়াত নেতাকর্মীরা।


শেয়ার করুন