লামায় বন্য হাতির তান্ডবে আহত ১

রিপন চক্র বত্তী, বান্দরবান:

বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নের ধুইল্ল্যা গ্রামে মঙ্গলবার গভীর রাতে বিধবা ফাতেমা বেগমের(৪২) বাড়ীতে বন্য হাতি অতর্কিত হামলা চালায়। ঘর-বাড়ি ভেঙ্গে, ক্ষেতের ধান খেয়ে, ১টি গরুকে মেরে ও ফাতেমা বেগমকে গুরুতর আহত করে একটি বন্য হাতি। সে উক্ত এলাকার মৃত মোস্তাফিজ এর স্ত্রী।

আহত ফাতেমা বেগমের ভাই মোঃ ইসমাইল জানান, মঙ্গলবার রাতে হঠাৎ করে পাহাড় থেকে হাতিটি নেমে এসে তার বিধবা বোনের ৪ কানি ক্ষেতের ধান খেয়ে ফেলে, বাড়ীটি ভেঙ্গে এবং গোয়ালে বাধা গরুটিকে মেরে ফেলে। এসময় তার বোনকে হাতি লাথি মারলে ফাতেমার ডান হাতটি ভেঙ্গে যায়। পরবর্তীতে এলাকার শত শত মানুষ এগিয়ে এলে হাতিটি চলে বনের ভেতর চলে যায়। ফাতেমা বেগমকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সরই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম জানান, দুর্গম এলাকা হওয়াই আমরা বিষয়টি সকালে জানতে পারি। আহত ফাতেমা বেগমের চিকিৎসা চলছে। তার ক্ষতির দিক বিবেচনা করে ইউ.পি পরিষদের পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে বলে ও জানান তিন।


শেয়ার করুন