লামায় গাড়ি উল্টে নিহত-১, আহত-৬

casuy124 c„„opyএম.বশিরুল আলম, লামা
লামা-আলীকদম-ফাঁসিয়ালী সড়কে জীফ উল্টে নিহত-১,আহত-৬ যাত্রী। মঙ্গলবার বেলা ১১ টায় সড়কের লাইনঝিরি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটেছে। জানাগেছে চকরিয়া থেকে যাত্রী বোঝাই, রংপুর- ট- ৬৯১৬ একটি জীফ (চাঁদের) গাড়ি লামা আসার পথে ব্রেকফেল করে রাস্তায় উল্টে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী, চকরিয়া হারবাং এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে মো: সরোয়ার (১৮) ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া গাড়ি থেকে ছিটকে পড়ে আরো ৬ যাত্রী আহত হন। আহতদের নাম জানা যায়নি, তবে তাদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে। দুর্ঘটনার সাথে সাথে চালক ও সহকারি পালিয়ে যায় বলে জানাগেছে। এব্যপারে লামা অফিসার ইনচার্জ জানান, বেপরোয়া চালানোর ফলে গাড়িটি উল্টে যায়। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, গাড়ির চালকরা যাত্রী পরিবহনে সচেতন নয়, এবং যাত্রীর সাথে অতিরিক্ত মালামাল বোঝাই ও নিয়ম নীতির তোয়াক্কা না করায় মূলত: দুর্ঘটনায় পতিত হন সাধারণ মানুষ। ট্রাফিক আইনের প্রয়োগ ও বাস্তবায়ন না হওয়ায় এ সড়কে প্রায়ই প্রাণঘাতি দুর্ঘটনা হয় বলে যাত্রীদের অনেকে দাবী করেছেন।


শেয়ার করুন