র‍্যাব সদর দপ্তরে হামলা করতে গিয়ে বোমা বিস্ফোরণ

170652_1: রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরে হামলা করতে গিয়ে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার দুপুর১.১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়।

মুফতি মাহমুদ খান জানান, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এই হামলায় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিল এমন সময় বিস্ফোরণ ঘটে।


শেয়ার করুন