র‌্যাংকিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

gallary_12ক্রীড়া ডেস্ক

সাফ ব্যর্থতার পরও ফিফা ফুটবল র‌্যাংকিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ জাতীয় দল। আজ প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে ১৭৯ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তাদের পয়েন্ট এখন ৮৭।
সায়ে ব্যর্থ হবার পরও র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতিতে অনেকেই অবাক হতে পারে। তবে গত এক মাসে চারটি আন্তর্জাতিক ম্যাচের দু’টি জয় পাওয়ায় পয়েন্ট বেড়ে যায় বাংলাদেশের। তাতে র‌্যাংকিং-এ উন্নতি হয় তাদের। অবশ্য অন্য দু’টি ম্যাচ হেরেছেও তারা। হারের প্রভাব র‌্যাংকিংয়ে পড়েনি বাংলাদেশের।
সাফে চ্যাম্পিয়ন হয় ভারত। র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে তারাও। ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬৩ নম্বরে আছে তারা। তবে র‌্যাংকিংয়ের শীর্ষ বিশেষ কোন পরিবর্তন হয়নি। ১৪৯৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বেলজিয়াম।
১৪৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গত বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনা। আর ১৩৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে চতুর্থ স্থানে। তাদের অর্জিত পয়েন্ট ১৩৪৭।

সিটিএন২৪.কম/ম.ন/০৬


শেয়ার করুন