কুতুপালং ও বালুখালী ক্যাম্প প‌রিদর্শণ শেষে মানবাধিকার কমশনের চেয়ারম্যান

রোহিঙ্গা স্থানন্তরের আগে ঠেঙ্গাচর বসবাসের উপযোগী হবে

Exif_JPEG_420

জাতীয় মানবা‌ধিকার ক‌মিশ‌নের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ব‌লেছেন, মিয়ানমা‌রে সংখ্যালঘু রো‌হিঙ্গা‌দের উপর নির্যাতন ৭১ বাংলা‌দে‌শী‌দের উপর পা‌কিস্তানী‌দের নির্যাতন‌কেও হার মানিয়েছে। তি‌নি ব‌লেন, এ ধর‌ণের মানবতা‌বি‌রোধী অপরাধের বিরুদ্ধে বাংলা‌দেশ‌কে বিশ্ব জনমত গ‌ড়ে তুল‌তে হ‌বে। ২৫ ফেব্রুয়ারি শ‌নিবার সকাল সাড়ে ১০ টার দিকে উ‌খিয়ার কুতুপালং ও বালুখালী রেজিস্টার্ড ও আনরেজিস্টার্ড রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শণ ও আ‌শ্রিত রো‌হিঙ্গা‌দের সা‌থে কথা ব‌লে সাংবা‌দিক‌দে‌র প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন।

মানবা‌ধিকার ক‌মিশ‌নের চেয়ারম্যান ব‌লেন, বাং‌লা‌দে‌শে আশ্রয় নেওয়া রো‌হিঙ্গা‌দের ঠেঙ্গাচর স্থান‌াস্তরের আ‌গে সেই জায়গা‌টি মানু‌ষের বসবা‌সের উপ‌যো‌গী ক‌র‌তে হবে। নয়‌তো রো‌হিঙ্গারা আ‌রেক মান‌বিক বিপর্য‌য়ের সম্মুখিন হতে পারে।


শেয়ার করুন