রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কথা শুনলেন ওআইসি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি মহাসচিব

 উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন।

আজ শুক্রবার (৪আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান।পরে ওআইসি’র মহাসচিব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা সহ বিভিন্ন ‘এনজিও’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।বৈঠকে তিনি মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভয়াবহ নির্যাতনের কথা শোনেন। বৈঠক শেষে ওআইসি মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাম্পের ব্লকগুলো ঘুরে দেখেন।এ সময় পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকি বিল্লাহ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন,উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মাঈন উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, উখিয়া থানার ওসি আবুল খায়ের সহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কক্সবাজার জেলা প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তিনি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’র একাত্মতা প্রকাশের জন্য তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেছেন।


শেয়ার করুন