রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত ও বিদ্যুৎপৃষ্ট বাবা-মেয়ে সহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট ::

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বাবা-মেয়ে ও ক্যাম্প-১১ তে একজন মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল ১০ মে (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১১ ও ১৮তে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শবে কদরের দিবাগত রাতে ক্যাম্প-১৮ ব্লক- এল/১৮ স্থ নিজ শেল্টারের সামনে মোঃ আবুল কালাম (৫৬), পিতাঃ ফকির আহমেদ ও তার মেয়ে উম্মে হাবিবা (০৭) (এফসিএন- ২৩২৭২৭)বজ্রপাতে বিদ্যুৎপিষ্ট হয়। স্থানীয় রোহিঙ্গারা তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়ে দুজনকে মৃত ঘোষনা করে। একই সময় প্বার্শবর্তী আরেক রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক- ডি/১৫ স্থ এলাকায় আরেক রোহিঙ্গা কিশোরী ঐশি (১৬), পিতাঃ হোসেন আহমেদ, এফসিএন নং- ১৯৩৭২০ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরন করেন।

গত কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবন দূর্বিষহ হয়ে উঠলে সকালে কালবৈশাখী সাধারণ রোহিঙ্গাদের স্বস্থি ফিরিয়ে দিলেও ব্জ্রপাত ও বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু ক্যাম্প গুলোতে শোকের ছায়া নেমে আসে


শেয়ার করুন