রেড অ্যালার্ট জারিতে রাজনীতির গন্ধ পাচ্ছেন ইনু

inu-1_88428সিটিএন ডেক্স।

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কয়েকটি দেশের রেড অ্যালার্ট জারিতে রাজনীতির গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে রেড অ্যালার্ট কথাটি চালু হয়ে গেছে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়নি।

রেড অ্যালার্ট জারির সমালোচনা করে ইনু বলেন, ‘এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে বোমা হামলা হলেও কোনো দেশ রেড অ্যালার্ট জারি হয়নি। খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময়ও কোনো রাষ্ট্র রেড অ্যালার্ট ঘোষণা করল না। এখন দু-একটা ককটেল ফুটল, আর রেড অ্যালার্ট জারি হওয়ায় আমরা রাজনীতির গন্ধ পাচ্ছি।’

মঙ্গলবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এ কথা করেন।

জাতীয় মানবাধিকার কমিশন, এমআরডিআই এবং জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এ সেমিনারের আয়োজন করে।

এ সময় তিনি বলেন, ‘আমরা সম্প্রচার নীতিমালা করেছি। আমরা সম্প্রচার আইনও করবোই। অন্য অনেক দেশে থাকতে পারলে আমাদের দেশে কেন এ আইন থাকবে না? জানি, এ আইন করতে গেলেও অনেকে হইচই করবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাছ থেকে সাংবাদিকেরা হুমকি পাচ্ছে না, আনসারুল্লাহ বাংলা টিম হুমকি দিচ্ছে। এ অনুষ্ঠানে ৫৭ ধারা নিয়ে একজন সাংবাদিক টিটকিরি দিলেন। কত হাজার সাংবাদিক ৫৭ ধারায় আটক আছেন?’


শেয়ার করুন