রামুর ঈদগড়ে অন্যায় প্রতিরোধ কমিটির অফিস উদ্বোধন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

কামাল শিশির রামু  ৥

কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে এলাকার নানা অন্যায় বন্ধের লক্ষ্যে ঈদগড় চরপাড়া অন্যায় প্রতিরোধ কমিটির অফিস উদ্বোধন সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় ঈদগড় চরপাড়া অন্যায় প্রতিরোধ কমিটির কার্যালয়ে মোহাম্মদ ছালেহ সভাপতিত্বে এবং ঈদগড় অন্যায় প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাফর ইকবালের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার চার চার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও অন্যায় প্রতিরোধ কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি সাহাব উদ্দিন, ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও অন্যায় প্রতিরোধ কমিটির উপদেষ্টা ডা. আয়ুব তাহের, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কমিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মনির, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ঈদগড় শাখা ব্যবস্থাপক ও কমিটির উপদেষ্টা বেদার মিয়া, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি ও অন্যায় প্রতিরোধ কমিটির উপদেষ্টা সাংবাদিক কামাল শিশির।

বক্তব্য রাখেন অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি মেম্বার আবু তাহের, সহ- সভাপতি হামিদুল হক, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হোছাইন আনছারী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা কেক কেটে চরপাড়াস্থ অন্যায় প্রতিরোধ কমিটির নিজস্ব কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বলেন, এ সংগঠন এলাকার চুরি, ডাকাতি, অপহরণ সহ আরো নানা যাবতীয় অপরাধ দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। পাশাপাশি এলাকার জানমাল রক্ষার্থেও ভূমিকা থাকবে অপরিসীম। এছাড়া প্রশাসনের সহিত নিয়মিত যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সংগঠনের সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেন।


শেয়ার করুন